চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গলপুর যুব সমাজের উদ্যোগে নাইট টিভি কাপ শর্ট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর ক্রিকেট মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. শাহ আলম খোকন। প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম খোকন বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো কোনো বিকল্প নেই। বর্তমান যুব সমাজকে মাদকের করাল গ্রাস ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা বেশ গুরুত্বপূর্ণ। এ সময় তিনি এমন একটি সুন্দর আয়োজনের জন্য জঙ্গলপুর যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কনকাপৈতবাসীর সুখে-দুঃখের সারথী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশিষ্ট সমাজসেবক মো. আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. জামাল হোসেন লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমজাদ হোসেন হেলাল, বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন কেনেডি, আব্দুল গফুর ভূঁইয়া, মো. মোশারফ হোসেন ভূঁইয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী যুবকসমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দেবিপুর নেপোলী ক্লাব একাদশ ও চিওড়া ইউনিয়ন সিরিয়াস গ্রুপ একাদশ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :