হালিম সৈকত, কুমিল্লা।।
“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই” ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারি দলের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে যৌথভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখা।
১৬ জুলাই শনিবার বিকাল ৩ টায় কড়িকান্দিস্থ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কার্যালয়ে সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু সুভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবু লক্ষণ কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর, সাধারণ সম্পাদক ডাক্তার লনি দেবনাথ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিরু দেবনাথ,পলি দেবনাথ,রতন শীল,শিমুল সাহা,বাবু চন্দ্র ও সঞ্জয় দাস প্রমুখ।
বক্তারা সরকারের নির্বাচনী ম্যানোফেস্টো অনুযায়ী
“সংখ্যালঘু কমিশন” গঠনের দাবি করেন।
জার্নাল/জাহিদ
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :