• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

নবীনগরে ৬ষ্ঠ ধাপে ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

আই কে ইব্রাহীমঃ আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ৯২ তম সভা শেষে সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

 

 

৭টি ইউনিয়ন হলো– কাইতলা দক্ষিণ, বিটঘর, শিবপুর, নাটঘর, বিদ্যাকুট, বড়াইল, কৃষ্ণনগর।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি, ২০২২ খ্রি.।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী জানান, উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন