• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

পালপাড়ায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

 

জাহিদ হাসান নাইম।। 

কুমিল্লা আদর্শ সদরে ব্যাটালিয়ন (১০ বিজিবি) ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টায় কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন, জেলার বুড়িচং উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২), একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. বাহার মিয়া (২০)।

 

বুধবার (২০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি কুমিল্লা ১০ ব্যাটেলিয়নের অধিনায়ক ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময়, অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও সিএনজিসহ সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এছাড়াও, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর