• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৪
Designed by Nagorikit.com

পুড়িয়ে দেওয়া হল ১১৩ বছরের প্রাচীন মাদ্রাসা-গ্রন্থাগার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

প্রাচীন দেওয়ালে ছাপ ফেলেছে আগুনের কালি, মেঝেতে ছাইয়ের স্তূপ, তার মধ্যেই আধপোড়া আসবাব ও বইয়ের পাতার ছড়াছড়ি। ভারতে ১১৩ বছরের প্রাচীন এক মাদ্রাসা গ্রন্থাগারের এই হল দশা; যেখানে কিছুদিন আগেও ছিল সাড়ে চার হাজার বই। ছিল প্রাচীন পুঁথি আর অসাধারণ সুন্দর ক্যালিগ্রাফিতে লেখা ইসলাম ধর্মের নানান গ্রন্থ।

 

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার। এখানকার বিহার শরীফ শহরের একটি সুপরিচিত ধর্মীয় শিক্ষাকেন্দ্র মাদ্রাসা আজিজিয়া। লাইব্রেরিটি এই মাদ্রাসারই অংশ।

 

অগ্নিসংযোগের ঘটনা ঘটে হিন্দু ধর্মালম্বীদের পবিত্র উৎসব রাম নমবীর দিন। দাঙ্গাবাজ জনতা সেদিন লাঠি, পাথর, পেট্রোল বোমা নিয়ে হামলা করেছিল। অগ্নিসংযোগের আগে তারা ধর্মীয়ভাবে উত্তেজক স্লোগানও দেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক দাঙ্গাকারী মাদ্রাসার সামনের ফটকের তালা ভেঙ্গে ঢুকে পড়ে। তাদেরই কেউ কেউ শ্রেণিকক্ষগুলো এবং গ্রন্থাগারে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়।

 

ভয়াল সেই আগুনে লাইব্রেরিটি সম্পূর্ণ পুড়ে যায়, সঙ্গে অমূল্য বইগুলোও। এরমধ্যে ২৫০টি হস্তলিখিত বই ছিল। আরো ছিল বিভিন্ন ঐতিহাসিক নথি ও প্রাচীন আসবাবপত্র।

 

অনলাইন ডেস্ক।।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন