ফেনী জেলা প্রতিনিধি: বাংলাদেশ রোগীর চেয়ে রক্তদাতার সংখ্যা কম। রক্তদানকে উৎসাহিত করতে প্রতি বছর ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন করা হয়।
শনিবার (২ নভেম্বর ২০২৪) জাতীয় রক্তদান দিবসে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের উদ্যোগে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচীসহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
দৈনিক মানবজমিনর ফেনী প্রতিনিধি নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান , আরটিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক নয়াপয়গামর সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী ও সংগঠক ইমন-উল হক, ইয়ুথ জানালিষ্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনীর সভাপতি শাহাজালাল ভূইয়া, বাংলানিউজ২৪ডটকমর প্রতিবেদক সোলায়মান হাজারি ডালিম প্রমুখ।
পরবর্তী এক বর্ণাঢ্য র্যালি শহরের ট্রাংক রোড, প্রেসক্লাব, মডেল থানা রোড ঘুরে শহীদ মিনারে সমবেত হয়। এসময় অতিথিবৃন্দ বিনামুল্যে রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সচেতন মূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সম্মিলিত প্ল্যাটফর্মের ৬১টি সংগঠনের চারশতাধিক স্বেচ্ছাসেবী দিনব্যাপি এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :