মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূইয়ার সাথে বরুড়া উপজেলার বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানদের সাথে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ নভেম্বর বরুড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মোঃ নেয়ামত উল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা। উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহিবুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা এলজিআরডি কর্মকর্তা সৈয়দ মেহেদী হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূর মোহাম্মদ শামীম, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বরুড়া উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোর সংস্কার ও পূননির্মাণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের উপায় বের করতে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতো বিনিময় হয়।
আপনার মতামত লিখুন :