গাজী মামুন : লালমাই।।
কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে লালমাই উপজেলা ছাত্রলীগ। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২৭ জুন) উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরীফুল ইসলাম কে সভাপতি, ওমর ফারুক কে সাধারণ সম্পাদক ও আবদুল্লাহ আল নোমান কে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দিদারুল আলম মিশু, সহ-সভাপতি তোফায়েল হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন রুপক, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান জীবন, সাংগঠনিক সম্পাদক তানভীর মিয়াজি, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক নাছির হোসেন। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা উপজেলা দপ্তর বরাবর জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :