• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যুতে কুমিল্লা বিক্ষোভ মিছিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

রুবেল মজুমদার।

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে চিকিৎসাধীন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ছাত্রদল ও সেচ্ছাসেবকদল ।

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর লাকসাম রোড থেকে কান্দিরপাড়স্থল দলীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা।

পরে শহরে খণ্ডখণ্ড মিছিল বের করেন তাঁরা। এ সময় শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শহরের সদর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমান ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সহ সভাপতি কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সহ সভাপতি কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব,জেলা যুবদলের সহ সভাপতি শিল্পী, মহনগর যুবদলের সহ সভাপতি টিপু,রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেলসহ প্রমুখ।

কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কত দিন চলবে? আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারী পুলিশ বাহিনীর বিচারের দাবিতে আমাদের আন্দোলন তা প্রতিহিত করা হবে, কোনোভাবেই আমাদের দমন করা যাবে না। এ সরকারের পতন অভ্যুদয়ের মাধ্যমে হবে,ইনশাআল্লাহ।

 

কুজা/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর