• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আশা’র ফ্রি চিকিৎসা ক্যাম্প

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, প্রতিনিধি মনোহরগঞ্জ।।

কুমিল্লা মনোহরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশার চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলা সদরে আশার সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫—১৬ বছর বয়সী কিশোর—কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।


মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভুলু, অনুষ্ঠানে রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর শাহাব উদ্দিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন আশার মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম ইবনুল আবিদ, মনোহরগঞ্জ অঞ্চল আরএম মোঃ ফজলুল হক, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোঃ আতিকুর রহমান।


এ সময় আরো উপস্থিত ছিলেন, আশার মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ ফয়সাল আহম্মেদ, সিনিয়র স্যাটেলাইট প্যারামেডিজ মোছাঃ সেনা আফরোজ, ল্যাব টেকনোলজিস্ট সুশান্ত চাকমা, কাউন্সিলর বৈশাখী বিশ্বাস ও আশার অনান্য স্বাস্থ্য কর্মীসহ প্রমূখ।

আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর