মোঃ হুমায়ুন কবির মানিক ও কুদরত উল্যাহ-
“মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জ সংগঠন” এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার কুমিল্লার লাকসাম সোহাগ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জ সংগঠনের সভাপতি মাসুদ সরকারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও লাকসাম শান্তা হসপিটালের চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ শওকত হোসেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফখরুল লতিফ, আমেনা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম মাহমুদ, আল-আকসা হসপিটালের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গ্রীন লাইফ হসপিটালের চেয়ারম্যান ইকবাল হাফিজসহ সংগঠনের ৬৪ জেলার স্বেচ্ছাসেবীবৃন্দ।
“মাদককে না বলি, রক্তদানে এগিয়ে আসি, মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ” এ শ্লোগানকে সামনে রেখে ৪র্থ বর্ষে পদার্পন করা এ সংগঠনটি এরমধ্যে সারাদেশে রক্তদানের মাধ্যমে জীবন-মরণ সংকটাপন্ন বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। সংগঠনটির রক্তদানের এই কার্যক্রম দেশের সর্বত্র পোঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রক্ত দাতা ও সংগঠনের উপদেষ্টাদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়
আপনার মতামত লিখুন :