প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com
মুরাদনগরে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠানে ডাকাতি, কর্মীকে মারধর করে অর্থ লুট
কুমিল্লা জার্নাল
0 Share
[sharethis-inline-buttons]
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনর উপজেলায় ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের একটি শাখা কার্যালয়ে ডাকাতি হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে ফাউন্ডেশনের ইলিয়টগঞ্জ শাখায় এ ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, সোমবার গভীর রাতে আম্বালা ফাউন্ডেশনের ইলিয়টগঞ্জ শাখায় ১২ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাতদল সিএনজিযোগে দেশীয় অস্ত্র নিয়ে এসে শাখার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতরা প্রতিষ্ঠানের কর্মী সবুজ কুমার সরকারের রুমের দরজায় ধাক্কা দেয়। সবুজ দরজা খুলে দেখতে চাইলে তারা অস্ত্রসহ রুমে প্রবেশ করে। তারা ওই কর্মীর গলায় ছুরি ধরে ও হাত-পা বেঁধে ফেলে। এসময়, তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা অফিস কক্ষের প্রতিটি ড্রয়ার ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ লুট করে।
পরে, ডাকাত দলটি প্রতিষ্ঠানের আবাসন কক্ষে প্রবেশের চেষ্টা করলে ভেতরের কর্মীরা চিৎকার শুরু করেন এবং ৯৯৯ নম্বরে কল করার কথা উচ্চস্বরে জানান। এতে ডাকাতরা প্রায় ২০ মিনিটের মধ্যে পালিয়ে যায়।
এদিকে, গভীর রাতে ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক ৯৯৯-এর কল সেন্টারে কল দেওয়া হলেও দুপুর পর্যন্ত থানা থেকে কোনো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনাস্থলের আরেক প্রত্যক্ষদর্শী শাখা ব্যবস্থাপক আলামিন মোল্লা বলেন, ডাকাতের উপস্থিতি টের পেয়ে আমরা চিৎকার করি ও ৯৯৯-এ ফোন করি। আমাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন আসা শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়। এসময় তারা আমাদের ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। কিন্তু, ৯৯৯ এ কল দেয়ার পর পুলিশ ১ ঘণ্টা সময় লাগবে আসতে এই কথা বলে সকাল পার হয়ে গেলেও পরে তারা আসেনি। পরে আমরা থানায় গিয়ে জিডি করি।
আম্বালা ফাউন্ডেশনের কুমিল্লা জোনের দায়িত্বে থাকা মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের (এমএফপি) সহকারী পরিচালক পলাশ চক্রবর্তী বলেন, রাতে আম্বালা ফাউন্ডেশনের ইলিয়টগঞ্জ শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদেরকে সেখানে থাকা সহকর্মীরা ফোনে বিষয়টি জানালে তাদেরকে দরজা খুলতে নিষেধ করি ও ৯৯৯ এ কল দিতে বলি। পরে সকালে আমরা ঘটনাস্থলে যাই। আমরা চাই এই ঘটনায় ডাকাতদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
আম্বালা ফাউন্ডেশনের কুমিল্লা জোনের দাউদকান্দি এরিয়া ম্যানেজার মো. জামাল উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমাদের প্রতিষ্ঠানটি মূলত মানুষের সেবায় ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। কুমিল্লায় আমাদের ২০টি শাখা রয়েছে। গতকাল রাতে ডাকাতির ঘটনায় ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকায় হেড অফিসে যোগাযোগ করি ও ৯৯৯ এ কল করি। এই বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই আমি।
জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। আমরা শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরান হোসেন মুঠোফোনে বলেন, থানায় অভিযোগের পর ইতিমধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছে। আমরা তদন্ত করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।
এদিকে, ডাকাতির এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :