• ঢাকা
  • রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তিতে মাসব্যাপি আবাসন মেলা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেস্ক রিপোর্ট।।

দেশের স্বনামধন্য রিয়েল এষ্টেট প্রতিষ্ঠান “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গ্রুপের গুলশান-১, নাফি টাওয়ারের লেভেল ১৯ এ অবস্থিত অফিসে শনিবার দিনব্যাপি জমকালো বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ছাড়াও মাসব্যাপী একক আবাসন মেলা ও প্রতিষ্ঠানটির কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেল শেয়ার ওনারশিপ “ আরসি ওশান ব্লিস” প্রজেক্ট এর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ মানজুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আরিফুজ্জামান সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিয়েল ক্যাপিটা গ্রুপ তাদের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপি আবাসন মেলাতে পরিকল্পিত আবাসন, সুপরিকল্পিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে তাদের “আরসি মায়া কানন” এবং “আরসি রিভারী ভিলেজ” প্রকল্পে অভাবনীয় মূল্য ছাড় সহ তাদের “আরসি সাউথ ভ্যালী” প্রকল্পে বাংলাদেশে প্রথম মোট মূল্যের ১% মাসিক কিস্তিতে বিশাল অফার নিয়ে সকলের জন্য আবাসন নিশ্চিত করনে এগিয়ে এসেছে।

এছাড়াও বাংলাদেশের পর্যটন শিল্পকে এক ধাপ এগিয়ে নিতে রিয়েল ক্যপিটা গ্রুপ মাসিক মাত্র ২,১৫০/- টাকা কিস্তিতে কুয়াকাটাতে “আরসি ওশান ব্লিস” নামক একটি পাঁচ তারকা মানের হোটেল মালিকানা হওয়ার সুযোগ দিচ্ছেন, যা পর্যটন খাতে ভবিষ্যতের জন্য এক বিপ্লব।

রিয়েল ক্যাপিটা গ্রুপ, আজ ও আগামীর পথে পরিকল্পিত আবাসনের সমাধানের লক্ষ্যে সস্তায় নয়, ন্যায্য মূল্যে প্লট ও শেয়ার মালিকানা হস্তান্তরের নিশ্চয়তা সহ মাসব্যাপি বুকিং দিলেই আর্কষীয় নিশ্চিত উপহারের পাশাপাশি তাদের সম্মানিত গ্রাহকদের জন্য “রয়্যালিটি” সুবিধা নিশ্চিত করছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন