গাজী মামুন, লালমাই।।
আওয়ামীলীগের শান্তি সমাবেশ যাওয়ার পথে কুমিল্লার লালমাইয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আ’লীগের অন্তত ১৩ জন নেতাকর্মী।
আহতরা হলেন- আ’লীগ নেতা আমির হোসেন, লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান, প্রচার সম্পাদক আজগর আলী আরজু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাছুম বিন ওহাব, বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রায়হান পাটোয়ারী, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নোমান হোসাইন, যুগ্ম আহবায়ক কাকন, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, ছাত্রলীগ নেতা ডিএম কাউছার, তুহিন, সোহেল প্রমুখ।
ঘটনার বিষয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, শনিবার (২৬ আগস্ট) বেলঘর উত্তর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা পূর্ব প্রস্তুতি মোতাবেক আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৩/১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমতাবস্থায় বিএনপির চিহ্নিত হামলাকারীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারসহ তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :