• ঢাকা
  • রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

লালমাই উপজেলা প্রশাসন কর্তৃক গৃহহীন পরিবার’কে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ৬৪ জেলায় ২৬,২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে লালমাই উপজেলা প্রশাসন।

 

বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ও লালমাই উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম বলেন, আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে ২৬,২২৯ টি আধা পাকা ঘর ২ শতক জমিসহ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে লালমাই উপজেলাধীন ১নং বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ০৭ টি এবং ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোটতুলা গ্রামে ০৮ টি করে মোট ১৫ টি গৃহের চাবি হস্তান্তর করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর