• ঢাকা
  • বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা : কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  অভিযোগ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় আলাউদ্দিন নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে আড়ালে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি পরিচয় দিয়ে তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিয়মিত হুমকি ও ব্ল্যাকমেইল করেন বলে জানা গেছে। তবে অনুসন্ধানে এসব মিডিয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, আলাউদ্দিন কুমিল্লায় কর্মরত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে নিয়মিত হোয়াটসঅ্যাপে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট অভিযোগ পাঠিয়ে টাকা দাবি করেন। ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের বিরুদ্ধে মনগড়া কাহিনী সাজিয়ে ভুয়া অনলাইনে অপপ্রচার চালান। এমনকি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ভুয়া খবর পাঠিয়ে প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন।

পুলিশ একাধিক কর্মকর্তা জানান, আলাউদ্দিন প্রায়ই ফোন করে হুমকি দেন এবং ভুয়া নিউজ বানিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেন।

এ বিষয়ে কুমিল্লায় সাংবাদিকরা জানান, আলাউদ্দিন কোনো স্বীকৃত সাংবাদিক নন, তিনি মূলধারার কোনো সংবাদ মাধ্যমের সঙ্গেও জড়িত নয় এবং স্থানীয় সাংবাদিক মহলেও তার কোনো পরিচিতি নেই। তাদের মতে, এ ধরনের ভুয়া সাংবাদিকদের প্রতিহত না করা গেলে সাংবাদিকতার পেশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অভিযুক্ত আলাউদ্দিনকে একাধিক বার কল করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর