মোঃ রাকিব হোসেন।।
বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার লিডারসহ দু’জন সিনিয়র রোভার মেট। গতকাল মঙ্গলবার কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান স্কাউটস পরিবার।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২ তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) সাধারণত সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম জিলানী “ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড” এর জন্য মনোনীত হয়েছেন। সিনিয়র রোভার তুহিন মিয়া ও নাজমুস সাকিব বিন মোস্তফা ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড এর জন্য মনোনীত হয়। প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড এর জন্য মনোনীত হয় কলেজ রোভার স্কাউট গ্রুপের ২ রোভার।
উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :