• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২৪
Designed by Nagorikit.com

তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মো: কবির হোসেন। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় তিতাস প্রেস ক্লাবের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপি থেকে এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক কবির হোসেন বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি থেকে বেরিয়ে আসবো। তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে। এছাড়াও তিনি আরো বলেন, ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছি। এই সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর