স্টাফ রিপোর্টার।।
সারাদেশের বিভিন্ন জায়গার মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় কুবির বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা দলটিকে অবাঞ্চিত ও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।
সোমবার (১৫ জুলাই) রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রলীগের কর্মীরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইলে পোস্ট দেয়ার মাধ্যমে এর ঘোষণা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবাঞ্ছিত ও পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছে।
পোস্টগুলোতে উল্লেখ করা হয়, অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এটা জেনে যে ছাত্রলীগ ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করে। তবে বর্তমান ছাত্রলীগ যা বুঝাইল, এতে এই মুহূর্ত থেকে আমি আর কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না।
নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভী বলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কী হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :