• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৪
Designed by Nagorikit.com

ভিক্টোরিয়া কলেজে রাজনীতি চান না শিক্ষার্থীরা 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ রাকিব হোসেন।। 

দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। প্রায় ২৯ হাজার শিক্ষার্থীর এ পরিবারে ছাত্র-রাজনীতি চান না শিক্ষার্থীরা। কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করতে বুধবার (৭ আগস্ট) সকালে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

স্মারকলিপিতে ‘সহমত পোষণ করছি’  লিখে স্বাক্ষর করেছেন কলেজের অধ্যক্ষ অফিসার ড. আবু জাফর খান। এ স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, আমরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী। কলেজে কোনো প্রকার ছাত্র রাজনীতি ( ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ ও অন্যান্য যে কোন অংঙ্গ সংগঠনের সাথে) ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপে সম্পৃক্ততা কলেজের সাথে থাকবেনা। আমরা কলেজের শিক্ষার্থীর যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় কলেজ প্রশাসনের। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সকল ধরণের পলিটিক্যাল রুম বিলুপ্ত করতে হবে। এই প্রত্যয় আজ থেকে আমাদের দাবি কার্যকর করতে হবে। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো।

 

কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের বলেন, আমরা বহু বছর ধরে কলেজে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হাতে হয়রানির শিকার। ক্লাস চলাকালীনও রাজনৈতিক মিছিল কিংবা মিটিংয়ে ডেকে নিতো বড় ভাইয়েরা। না যেতে চাইলে আমাদেরকে হেনস্তার করত। আমরা চাইনা কলেজে আর এই ধরণের রাজনীতি থাকুক।

 

ডিগ্রী শাখার শিক্ষার্থী হালিমা আক্তার বলেন, এখনই সময় ক্যাম্পে ছাত্র-রাজনীতি বন্ধ করা। কারণ এই ছাত্র রাজনীতির কারনে ক্যাম্পাসে শিক্ষার অনেক ব্যঘাত ঘটে, বিশৃঙ্খলা হয়।

 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন পত্র নিয়ে এসেছে এ বিষয়ে। আমি তাদেরকে বুঝিয়েছি যে এটা প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে। আমি কোন প্রজ্ঞাপন জারি করতে পারবো না। তারা বলেছে আমাকে সম্মতি দিতে, তারা সেটা মন্ত্রণালয়ে জমা দেবে। তাই আমি এতে সম্মতি প্রদান করে স্বাক্ষর দিয়েছি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর