• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪
Designed by Nagorikit.com

মুরাদনগরে আলীরচর সুপারস্টার ক্লাবের জার্সি উন্মোচন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল প্রতিযোগিতায় ফুটবল” প্রতিপাদ্যকে সামনে রেখে হোমনা উপজেলায় অনুষ্ঠিত কাশিপুর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহনকারী দল আলীরচর সুপার স্টার ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার রাতে মুরাদনগর উপজেলার একটি রেস্টুরেন্টে কেক কেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করা হয়।
মুরাদনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক সোহাগের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান।
ছাত্রদল নেতা নাছির খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট হাসান মাহমুদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদল নেতা বিজয় নেছার, এএসআই সাইফুল ইসলাম, ইউপি সদস্য বোরহান উদ্দিন মেম্বার।
আলীরচর গ্রামের সন্তান ডুবাই প্রবাসী মোঃ সোহেল ও সৌদি প্রবাসী মীর আলাউদ্দিনের পৃষ্ঠপোষকতার এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাকির সরকার, উপজেলা ছাত্রদল নেতা ডালিম মিয়া,খন্দকার অনন্ত, ইয়াছির আরাফাত, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, মনিরুল ইসলাম মানিক, মোহাম্মদ সাঈম খান, মোহাম্মদ আনোয়ার, মীর রিপন, মোহাম্মদ নিঝুম, শুক্কুর আলী প্রমূখ।
প্রসঙ্গত, গত ৬ই সেপ্টেম্বর হোমনা উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৬টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্টির যাত্রা শুরু হয়। নকআউট পর্বের এই খেলায় মুরাদনগর উপজেলার “আলীরচর সুপাস্টার ক্লাব” ও হোমনা উপজেলার কৃপারামপুর ফুটবল একাদশ ফাইনালে উঠে। ১৯শে অক্টোবর শনিবার বিকালে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন