• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা নিহত ১

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা নিহত ১ চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম(২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগনাথপুর মধ্যপাড়ার আবদুল জলিলের ছেলে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনোয়ারুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সামনে মঙ্গলবার রাত দেড়টায় ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে(ঢাকামেট্রো-ন-২৩-১৩৬৮) অপর একটি কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ণ-২১-৬৬৫৯) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের সামনের অংশ দমুড়ে মুচড়ে যায় এবং হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে হেলপার সাইফুল ইসলামের লাশ উদ্ধার শেষে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনোয়ারুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর