চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভাধীন চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ধানের শীষ প্রতীক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত মোড়কে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার(০১ ডিসেম্বর) সকাল এগারটায় চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী সহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মাসুম। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেত মো: সুমন মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক আশিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য ছালেহ আহাম্মদ পাটোয়ারী, পৌর কৃষক দলের সভাপতি মুন্সী মো: আবদুল মমিন, পৌর বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, শ্রমিক দলের সহ-সভাপতি মো: রুবেল, গাজী বাবলু ও নাহিদ পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুরা মোবাইল গেইমের প্রতি আসক্ত না হয়ে পড়াশোনার প্রতি যেন মনোযোগ দেয়। বিদ্যালয়ে এসে লেখাপড়ার পাশাপাশি খেলাদুলায় অংশগ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে কোমলমতি শিশুরা বিশেষ ভূমিকা রাখবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :