কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ ইউনিয়ন সভাপতি মো.আনিছুর রহমানের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।তিনি জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)। রোববার (১ ডিসেম্বর) বিকেলে তার মাদকসেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, চেয়ারে বসে লাল রঙের লাইটারে, সিগারেট ফয়েল পেপার দিয়ে ইয়াবা সেবন করছে। ইয়াবা সেবনের ছবি সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ বিষয়টি স্বীকার করে বলেন, এটি আমি ওষুধ হিসেবে সেবন করেছি, নির্বাচনের সময়ে রাতে যাতে ঘুম না আসে সে জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ এই দুজন মিলে আমাকে সেবন করিয়েছে। এদের কেউ একজন ছবিটি তুলেছে। পরে এই ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ আমাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ ষাট হাজার টাকা চাঁদা দাবি করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেওয়ায় ছবিটি ভাইরাল করেছে তারা। যারা আমাকে ব্ল্যাকমেইল করেছে কুমিল্লা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, ইউপি সদস্যের কাছে যদি মাদক পাওয়া যায়, তাহলে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, রসুলপুর ইউনিয়নের এক সদস্যের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :