রুবেল মজুমদার, কুমিল্লা
কুমিল্লায় তিন চোরাকারবারি আটক
কুমিল্লায় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তিন চোরাকারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার আদর্শ উপজেলার আলেকারচর মেডিকেল কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কুমিল্লার আদর্শ উপজেলার মাঝিগাছা গ্রামের শ্রীকান্ত দত্ত, চান্দিনা উপজেলার কামার খোলা গ্রামের ছেলে শিশির চন্দ্র দাস ও মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নন্দন দত্ত ।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন নিষিদ্ধ ওষুধ এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন ।
র্যাব-১১, সিপিসি-২ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা জার্নাল.কম
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :