রুবেল মজুমদার||
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরজুলি এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ও চাচা – ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছে।
রবিবার বিকালে কোরবানীর মাংস বাসায় নেওয়ার পথে কুমিল্লার জাগুরজুলি ইউটার্নের দক্ষিণে অজ্ঞাত ট্রাকের চাপায় এ তিনজন নিহত হন।
স্থানীয় সূত্র জানায় যায়,কুমিল্লায় কোরবানির মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের নেওয়ার সময় নিহত হন মাকসুদুর রহমান ওহ নবীপুর ইতালি প্রবাসী মো. রিপনের ছোট ছেলে ফাহাদ(৮)।এছাড়া মোটর সাইকেল আরোহী মাসুদ রানা (৩৮) নামের আরেকজন নিহত একই ঘটনায় নিহত হন।
এদিকে নিহত মাকসুদুর রহমানের চাচা মো. শাহ আলম জানান, কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো. মাকসুসুর রহমান(৩৮) আপন ভাতিজাকে নিয়ে নবীপুর গ্রাম থেকে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে আজ বিকেল ৪.৩০ মিনিট সময়ে মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুইজন ঘটনাস্থলে নিহত হন।
আপন চাচা ভাতিজার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া পড়েছে খোশবাস ইউনিয়ন সহ বরুড়া উপজেলায়।
এবিষয় ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শক করেছি। নিহতের প্রাথমিক পরিচয় নিশ্চিত করা হয়েছে,ময়নাতদন্তের শেষে নিহতদের পরিবার কাছে লাশ হস্তান্তর করা হবে।
জার্নাল/জাহিদ
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :