মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমির কবুলিয়তনামা দলিল হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম, মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাসুম, এ কে খোকন, ফখরুল আলম ফরহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, সাব-রেজিস্টার সালাহউদ্দিন আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআরডিবি কর্মকর্তা আতাউর রহমান, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আকতার প্রমুখ।
জার্নাল/জাহিদ
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :