নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে র্যাব।
আটককৃত হলেন, কুমিল্লার চান্দিনার মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ ইমাম হোসেন ইমন (৩৮)। পৃথক অন্য আরেকটি অভিযানে কুমিল্লার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করে র্যাব। আটককৃত হলেন, কুমিল্লার সুয়াগাজী উলুল গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ রনি (২১)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :