স্টাফ রিপোর্টারঃ
ইন্ডিয়ার বিখ্যাত মনিপাল এএফসি হাসপিটাল
কুমিল্লার উদ্যোগে শহরের ঢাকা-কুমিলা ট্রাস্ক রোড নোয়াপাড়া এলাকার ফ্রি হেলথ হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯আগস্ট) মনিপাল এএফসি হাসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ব্লাড প্রেসার চেকআপ এবং ডায়াবেটিস চেকআপ করা হয়।
ক্যাম্পে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় চার শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পাশাপাশি ঔষধও সরবরাহ করা হয়।
মনিপাল এএফসি হাসপিটালের এমডি মাহবুব মজুমদার বলেন ফ্রি হেলথ ক্যাম্প এর মাধ্যমে কুমিল্লা এলাকার অসচ্ছল ও ছিন্নমূল মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঢাকায় গিয়ে যে হার্টের চিকিৎসা পাবে সে চিকিৎসাই আমরা কুমিল্লার মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সকল ব্যবস্থা গ্রহন করেছি। ভবিষ্যতে আমরা আরো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করব। আমরা এ হসপিটালে হার্টের সর্বাধুনিক উন্নত চিকিৎসাসহ জেনারেল ইউনিট চালু করেছি।
হেলথ ক্যাম্পে প্রফেসর কর্ণেল (অবঃ) ডাঃ জেহাদ খান, ডাঃ এস চক্রবর্তী, ডাঃ আরেফিন আরিফ নিপা, ডাঃ রাসেল আহমেদ, ডাঃ গোলাম সামদানি, ডাঃ ফরহাদ আবেদিনসহ মেডিকেল টিম দিনব্যাপি রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :