• ঢাকা
  • বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২৩
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা,তিনদিন পর লাশ উদ্ধার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা অটোরিকশা ছিনতাই করে এক অটোরিকশা চালককে হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ জুন) দুপুরে নিখোঁজের তিন দিন পর জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ধনমুড়ি হায়দারপুল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী ল্যানের পূর্ব পার্শ্বে রাস্তার নিচে ডোবা থেকে ওই অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম শিমুল (১৩)। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের সুমনের ছেলে।

পুলিশ জানায়,গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে দৈনিক ভাড়ার ভিত্তিতে ব্যাটারি চালিত মিশুক গাড়ি নিয়ে বাড়ী থেকে বের হন শিমুল। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি তার সন্ধান পাননি।

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার পৌরসভাধীন পশ্চিম ধনমুড়ি হায়দারপুল এলাকার  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী ল্যানের পূর্ব পার্শ্বে রাস্তার নিচে ডোবার মধ্যে একটি অর্ধগলিত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক বশির গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল বা এর আশপাশে নিহতের অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিমুলের বাবা সুমন ড্রাইভার বলেন, শিমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হলে গত ২২ জুন রাতে আর বাড়ি ফিরেনি। সম্ভব সকল জায়গায় খোঁজ করে না পেয়ে, ওইদিন রাতে চৌদ্দগ্রাম থানা নিখোঁজ ডাইরি করি। শনিবার  সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে আমার ছেলে শিমুলের লাশ সনাক্ত করি।

চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি)  শুভ রঞ্জন চাকমা বলেন অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে এই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর