• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

তিতাসে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

বিশিষ্ট সমাজ সেবক রবিউল শিকদার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে কুমিল্লার তিতাসে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জাতীয় পার্টির বর্ণাঢ্য আয়োজনে উপজেলার মৌটুপী সিকদার রোডে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোঃ আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মনজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল করিম সিকদার, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, কেন্দ্রীয় সদস্য শরিফুল ইসলাম, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন প্রমূখ।

এছাড়াও হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী ও তিতাস উপজেলার জাতীয় যুবসংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আর.আই/

আরও পড়ুন

  • লিড এর আরও খবর