• ঢাকা
  • শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম পৌরসভাধীন বীরচন্দ্রনগরের মৃত ফটিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের সাঈদ মিয়ার চা দোকানের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করে।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল মান্নান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

আর.আই/

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর