• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ভূইয়ার দাফন সম্পন্ন

কুমিল্লা জার্নাল

মো: সোহেল ইসলাম: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের কাদের চেয়ারম্যানের বাড়ীর মৃত সাফর আলী বেপারীর ছেলে জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের ভূইয়া রবিবার রাত ১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

সোমবার বাদ জোহর জিরুইন ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান, ইউপি সদস্য নুরুন্নবী খানসহ এলাকার মুসল্লীবৃন্দ।

 

আর.আই/

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর