• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হেল্প সোসাইটির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সাধারণ সম্পাদক ফারুক মজুমদার, সাংগঠনিক সম্পাদক রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান, দপ্তর সম্পাদক আবু বক্কর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল সিয়াম, সহ-ব্লাড সম্পাদক সাকিব, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফায়েজুল, সহ-অর্থ সম্পাদিক অর্পিতা শর্মা, প্রোগ্রাম বিষয়ক সম্পাদিক নাহিদা সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদিকা নুপুর। এ সময় অন্যান্যের মধ্যে জসিম, শাহাদাত, ইমা, মরিয়ম, আয়েশা, নাহিদা, রাহাদ, আরিফ, আরাফাত, সাজ্জাদ, মান্নানসহ চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির দায়িত্বশীল ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সভাপতি কাজী হৃদয় বলেন, সরকারি কলেজ হেল্প সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় এগিয়ে এসে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এ সময় তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

আর.আই/

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর