স্টাফ রিপোর্টার।।
মোটরসাইকেলের গতির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই প্রাণ গেল কুমিল্লার মুরাদনগর উপজেলার দুই বন্ধুর।
রবিবার বিকালে মুরাদনগর উপজেলার পার্শ্ববর্তী হোমনা উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া(১৯) মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও তার বন্ধু সোহাগ মিয়া(১৭) একই উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
দুই বন্ধুর এমন মৃত্যুতে পুরো এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের মাতম।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকালে শফিউল্লাহ ও আল-আমিন পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেলের গতির নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলই মোটরসাইকেল চালক শফিউল্লাহর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী সোহাগ মিয়াকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :