নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সকাল ৮ টার সময় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলগেইট এলাকায় বিশ্বরোড পদুয়ার বাজার হতে চাঁদপুরগামী পাকা রাস্তার উপর চট্টগ্রাম থেকে চাঁদপুরের হাজীগঞ্জ যাওয়ার পথে একটি পুরাতন পিকআপে তল্লাশি করে ইয়াবাসহ ৩ জনেক আটক করা হয়।
আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার শুইলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সজিব হোসেন (২০) , হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত জনাব আলীর ছেলে মোঃ রুহুল আমিন @ রুবেল (২৭) এবং বি-বাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের ছাতলপাড় গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ মহসিন (১৯)। আটকককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় গাড়ির মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্ততি চলছে।
কুমিল্লা ডিবি পুলিশ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।
কুমিল্লা জার্নাল.কম
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :