কুমিল্লা প্রতিনিধি: বিপিএলের নবম আসরের শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে কুমিল্লার ঘরে গেল বিপিএলের টানা চতুর্থ শিরোপা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০.৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আতশবাজি আর মিছিলে মিছিলে মুখর হতে থাকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্বর।
শহরের চতুর্দিক থেকে ‘কুমিল্লা কুমিল্লা’ শব্দে স্লোগান তুলে মোটরসাইকেল মিছিল নিয়ে জড়ো হতে থাকে নগরীর কান্দিরপাড়ে।
এসময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সমর্থকরা কুমিল্লাকে বিভাগ চায় বলে দাবি করেন।
উৎসবে যোগ দেওয়া ভিক্টোরিয়ান কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান নাইম বলেন,কুমিল্লার সব দিক দিয়ে সেরা। আমরা টানা বিপিএলের চারটি শিরোপা জয় লাভ করেছি। সরকারের উচিত কুমিল্লাকে বিভাগ ঘোষনা করা।
জাতীয় পতাকা হাতে ভিক্টোরিয়ান্স স্লোগানে পূবালী চত্বরে উপস্থিত হয় হাজার হাজার ক্রিকেটপ্রেমী। বিজয় উৎসব হয়েছে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ও উপদেষ্টা, অর্থমন্ত্রী আ হ ম কামালের এলাকা সদর দক্ষিণ, লালমাই, বিজয়পুর ও নাঙ্গলকোটেও। কুমিল্লা টাউন হলসহ নগরীতে কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হয়।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বিজয়লগ্নে দলের খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার আব্দুল মান্নান।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :