রুবেল মজুমদার।।
কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে চাকা ফেটে মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩মে) সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া এলাকায়এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলায়।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ঢাকামুখী মাইক্রোবাসটির চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। সেটি তখন উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :