দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভারতের উত্তর তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে।
বাংলাদেশে সেটির প্রভাব এখন আর তেমন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নাই।
তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে, গতকাল থেকে ঢাকায় এক ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, গত ১৫ই অক্টোবর বাংলাদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।
“এখন বাতাসের গতি পরিবর্তন হয়েছে। মানে পশ্চিমা বাতাস শুরু হয়েছে। মনসুন বিদায়ের সময় এমনটা হয়” উল্লেখ করে তিনি আরও জানান, আজ ও আগামীকাল ঢাকা ও রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি হবে।
এছাড়া, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আপনার মতামত লিখুন :