মোঃ শরীফ উদ্দিনঃ বরুড়া, কুমিল্লা
কুমিল্লার বরুড়ায় উপজেলা পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এর স্বাক্ষরিত কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের পেডে অনুমোদিত ও ঘোষণা পত্রটি গত ১১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এতে বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে পৌরসভা কশামী গ্রামের মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক পদে লগ্নসার গ্রামের নুরুজ্জামান শাহীন, বরুড়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদে বরুড়া সদর ৩নং ওয়ার্ড এর মোঃ বায়েজীদ বোস্তামী, সাধারণ সম্পাদক পদে কাসেড্ডা গ্রামের রাসেল উদ্দিন হান্নান, সহ সভাপতি পদে বরুড়া সদর গ্রামের শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরুড়া সদর গ্রামের আশরাফ উল্লাহ খন্দকার, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে বরুড়া সদর গ্রামের রাহিমুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক পদে পৌরসভা ৮নং ওয়ার্ড অর্জুনতলা গ্রামের মোঃ মনির হোসেন এর নাম ঘোষণা করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয় আগামী ১৫ কার্য্য দিবসের মধ্যে কমিটি পুর্নাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত বরুড়া উপজেলা পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিকদের মুঠোফোনে অনুমোদিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জাতীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের পরামর্শ অনুযায়ী স্ব-স্ব ইউনিটের ছাত্রলীগের কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :