গাজী মামুন : লালমাই (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নে ফ্যামিলি কার্ডধারী ৭০৯টি পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি’র পণ্য হিসেবে ফ্যামিলি কার্ডধারী একজন ভোক্তা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি ক্রয় করতে পেরেছেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি করা হয়।
এর আগে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :