• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪
Designed by Nagorikit.com

বেলঘর যুব সমাজ, প্রবাসী ও গ্রামবাসী উদ্যোগে বার্ষিক ইছালে সওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রাকিব হোসেন।। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর যুব সমাজ, প্রবাসী ও গ্রামবাসী উদ্যোগে বার্ষিক ইছালে সওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার (২৭ জানুয়ারি ) বিকাল ২ ঘটিকা হইতে মধ্যে রাত পর্যন্ত বেলঘর জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে হযরত মাওঃ আব্দুর রহমান দরবেশ সভাপতিত্ব এবং বেলঘর যুব সমাজ, প্রবাসী ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম শাহ সুফি মোহাম্মদ ফররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী। বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী এই মোফাচ্ছির মূল্যবান বয়ান পেশ করেন।

 

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, উদয়মান তোরুণ আলোচক এম. হাসিবুর রহমান। তিনি কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করেন।

 

তাছাড়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মহাদ্দিস হযরত মাওঃ কাজী আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ বক্তা হিসেবে আর আলোচনা রেখেছেন বেলঘর জামে মসজিদের খতিব মাওলানা মাকসুদ ইকবাল, হযরত মাওলানা মীর হোসেন সহ আরো ওলামায়ে কেরাম মহামূল্যবান তাশরিফ পেশ করেন।

 

হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ইছালে সওয়াব ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর