• ঢাকা
  • শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৫
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ ও আলমগীর হোসেন ||

কুমিল্লার মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে “উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল” বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতী শামছুদ্দোহা আশরাফী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন হলো শ্রেষ্ঠত্বের প্রতীক। যে মানুষ তার জীবন কুরআন মত সাজাবে, সে মানুষের জীবন শ্রেষ্ঠ জীবন হবে। যে সমাজকে কোরআনের আলোকে সাজানো হবে, সে সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। যে দেশকে কুরআনের নির্দেশনামতে পরিচালনা করা হবে, সে দেশ হবে শ্রেষ্ঠ দেশ। এদেশের আশি পার্সেন্ট মানুষ ক্বোরআনকে বুকে ধারণ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশকে পবিত্র কোরআনের আলোকে গড়ার জন্য কাজ করছে। তাই সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমাবেশে হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আহমদ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ আবু ছালেহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান হাসিব, উপদেষ্টা হাফেজ নুরুদ্দিন হামিদী, নেছার উদ্দিন সুমন, হাফেজ শরাফত করীম, প্রচার সম্পাদক এস.এম শাহাদাৎ হোসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাওলানা আহমাদ উল্লাহকে সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান মামুনকে সহসভাপতি, মাওলানা আবু ছালেহকে সেক্রেটারী ও মাওলানা মোজাম্মেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মুফতী শামছুদ্দোহা আশরাফী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে হাত দিয়ে অর্ধশত যুবক ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনে যোগদান করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন