সাইমুম ইসলাম অপি.
একটি নতুন সূর্যোদয়। একটি নতুন অধ্যায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে আজ ভোর ৬.৩০ মিনিটের সময় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সাংসদ হাজী আ.ক.ম বাহা উদ্দীন বাহার।
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুষ্পস্তবক অর্পণ করার সময় আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আঞ্জুমান সুলতানা সীমা, পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংগঠনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন সেক্টর ও সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলে পুষ্পস্তবক অর্পণ করার পর পর্যায়ক্রমে নগর উদ্যান বঙ্গবন্ধু মুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ জেলা প্রশাসকের কার্যালয়, শহীদ ডিসি এ কে এম সামছুল হক স্মৃতিস্তম্ভ পুলিশ সুপার কার্যালয়, শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন স্মৃতিস্তম্ভ পুলিশ লাইন এবং যুদ্ধ জয় ভাস্কর্য আলেখার চর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী এবং ছিল গানের তালে তালে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী। দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাসভবনস্থ শহীদ ডিসি সামছুল হক খান মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, বিকেল ৩টা ৩০ মিনিট কুমিল্লা ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে পতাকা হাতে নিয়ে সকলের শপথ বাক্য পাঠ, টাউনহলে ৫.৩০ মিনিট মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন এবং ৫.৪৫ মিনিট আতশবাজি ও ফানুশ উড্ডয়ন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিজয়কে ঘিরে ছিল নানান আয়োজন ও কর্মসূচি।
আপনার মতামত লিখুন :