• ঢাকা
  • রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

কুমিল্লা–৯ আসনে জামায়াত প্রার্থী সারওয়ার সিদ্দিকীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, লাকসাম||

কুমিল্লা–৯ (মনোহরগঞ্জ–লাকসাম) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নজরকাড়া মোটরসাইকেল শোডাউন। শনিবার (২২ নভেম্বর) সকালে লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া শোভাযাত্রায় সংগঠনটির দাবি অনুযায়ী প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়।শোডাউনটি লাকসাম স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে লাকসামের গুরুত্বপূর্ণ সড়ক, নরপাটি, আজগরা হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপলাসার, লক্ষণপুর, বাইশগাঁও, হাসনাবাদ, মান্দারগাঁও, মনোহরগঞ্জ সদর, পোমগাঁও, শান্তির বাজার, বেরনাইয়া ও মুদাফরগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় লাকসাম স্টেডিয়ামে এসে শেষ হয়। পুরো শোভাযাত্রায় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং হাতে প্রতীকের প্ল্যাকার্ড বহন করেন ড. সারওয়ার সিদ্দিকী ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানান।শোডাউনের প্রধান অতিথির বক্তব্যে ড. সারওয়ার সিদ্দিকী বলেন, “দুর্নীতি ও অবিচারমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।” তিনি নির্বাচিত হলে মনোহরগঞ্জ–লাকসাম অঞ্চলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, এডভোকেট বদিউল আলম সুজন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই গণসমর্থন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর