স্টাফ রিপোর্টার
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ” শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয়েয়ের সহকারী শিক্ষক মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মাওলানা মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি ও সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন ভূঁইয়া, দেড়কোটা কেন্দ্রীয় ঈদগাহের ঈমাম মাওঃ মমিনুল হক, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার প্রফেসর শহিদুল্লাহ মোল্লা, দেড়কোটা কেন্দ্রীয় ঈদগাহ সভাপতি মাওলানা আব্দুল হক, চাঁন্দকরা এসএ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহম্মদ মিয়াজী। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দীন, খোরশেদ আলম মজুমদার, সাবেক মেম্বার মিজানুর রহমান ভূঁইয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. ইউনুছ ভূঁইয়া, ব্যবসায়ী মাস্টার আহমদ উল্লাহ মজুমদার, শাহাব উদ্দিন ভূঁইয়া, দেড়কোটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নুরজাহান, সহকারী শিক্ষক আব্দুল কাদির রেহানা পারভীন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহবুবুল হক বলেন, চৌদ্দগ্রাম উপজেলার ২০টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। অতীত থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষা বান্ধব ছিল। আজকে আমরা এখানে যারা অবস্থান করছি এই প্রতিষ্ঠানেই শিক্ষকদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনের আলো খুঁজে পেয়েছি। এই প্রতিষ্ঠানে যেমন আছে শিক্ষার পরিবেশ। তেমন আছে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। তাদের মাধ্যমেই শিশুরা শিক্ষার সুফল পাবে। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের কারিগর প্রধানত মায়েরা। একজন মায়ের পক্ষেই সম্ভব তার সন্তানকে শিক্ষার পাশাপাশি সদাচরণ ও ভদ্রতার কলাকৌশল শেখানো।
আপনার মতামত লিখুন :