• ঢাকা
  • রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত টিপু গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা। রোববার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত টিপুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর