• ঢাকা
  • রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে আমানগন্ডা সীমান্তে ১৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, আজ দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার নং-২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির ক্যাম্প কমান্ডিং পর্যায়ের অফিসারদের উপস্থিতিতে তাদের হন্তান্তর কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর কমান্ডিং পর্যায়ের একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে বিজিবি’র কমান্ডিং পর্যায়ের একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। এ সময় বিএসএফ বাংলাদেশি ১৯ জন নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার দায়ে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা ভারতের বিভিন্ন কারাগারে জেল খেটেছেন বলেও জানা গেছে।

আমানগন্ডা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা আরও জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশিদের আটক করা হয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য, নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর