• ঢাকা
  • রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় একযোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও তিন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘২০২৫-২৬ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি ২০২৫-২৬ মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ উপলক্ষে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ১,৫০০ জন কৃষকের মাঝে একই সময়ে বিনামূল্যে সরিষা বীজ ও ইউরিয়া, টিএসপি ও এমওপি — এই তিন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার জনাব জুবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জামাল হোসেন।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ জামাল হোসেন বলেন, “আজকের এই কার্যক্রম চৌদ্দগ্রাম উপজেলায় কৃষির সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর