নিজস্ব প্রতিবেদক | ঢাকা |
রাজধানীর ধানমন্ডি স্কয়ার হাসপাতালের পেছনে বিশিষ্ট ব্যবসায়ী মো. বোরহান (৫২)-কে লক্ষ্য করে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান সাহেব বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনজন মুখোশ পরা যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে।
এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ইমতিয়াজ আহমেদ (৩০) নামে এক যুবককে আটক করে।
আটকের পর স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, হামলার খবর পেয়ে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হয়েছে, তবে সংবাদ লেখার সময় পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
হঠাৎ এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বোরহান সাহেব দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসার সঙ্গে জড়িত। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :